কপোত নবী
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে অতিঘন এবং ড্রিপ সেচ পদ্ধতিতে আম চাষ প্রযুক্তি অনুশীলনের উপর অভিজ্ঞতা বিনিময়-সফার ২০২৫ গত কাল অনুষ্ঠিত হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা (অবঃ) সাদিকুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত-ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ডঃ মোঃ ইয়াছিন আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকতা-আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ ডঃ আশিষ কুমার সাহা,আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মোশারফ হোসেন।
বক্তারা বলেন জলবায়ু স্মাট কৃষি প্রযুক্তির অধ্যিমে সেচের পানি ব্যবহারের দক্ষতা, ফসলের উৎপাদনশীলতা গ্রীণ হাউজ গ্যাসের-উৎপাদন কমানো এবং পতিত জমির ব্যবহার বৃদ্ধি করা, কৃষি-উদ্যোক্তা বৃদ্ধি করার মাধ্যমে নারী-ও যুবকের ক্ষমতায়ন করা ভ্যেলু চেইন শক্তিশালী করণ এবং রপ্তানি প্রসারে স্টক হোল্ডালদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলার লক্ষ্যে অতিঘন এবং ড্রীপ সেচ পদ্ধতিতে আম চাষ প্রযুক্তি অনুশীলনের উপর আলোচনা করেন।
এইচ এস বিসি ব্যাংকের আর্থিক সহায়তা ও সাফ বাংলাদেশ এর ক্লাইমেট রেসিলিয়েন্ট এগ্রিকালচারাল এ্যাডভ্যান্সমেন্ট ইন বারিন্দ (ক্যাব) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করেছে ডাসকো ফাউন্ডেশন।
উক্ত অনুষ্ঠানে উপপরিচালক মহোদয় বলেন, আম চাষে পানির অপচয় রোধ করতে ড্রিপ সেচের বিকল্প নাই।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন "সাফ বাংলাদেশ " এর প্রকল্প ব্যবস্থাপক জনাব বিএম সাইদুর রহমান ও মাহফুজুর রহমান,ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় কুমার, ডাসকো ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আফজাল হোসেনসহ পবা উপজেলার আম চাষি কৃষক কৃষানী ও চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা।