চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
র্যাব-৫,সিপিসি-১, এর বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়ন এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
আসামী মোঃ আজিম মিয়া(২০) সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে। গ্রেফতারের সময় আসামীর কাছে থেকে ১২ বোতল বিদেশী মদ, মাদক কারবারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ২৫ জন ২০২৫ তািরখ র্যাব-৫, সিপিসি-১, রাজশাহীর একটি অভিযানিক দল সরকারী মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকার উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কালীনগর ৬নং বাঁধ, জনৈক শরিফুলের মুদির দোকানের সামনে পদ্মা নদীর পাড় হতে সন্দরপুর গামী কাঁচা রাস্তার উপর পৌছে ৪ ঘটিকার সময় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন ধরনের যানবাহন চেক করা হয়। চেক করাকালীন সময়ে ৪ট ১৫ মিনিটে ০১টি মোটরসাইকেল যোগে ০২ জন ব্যাক্তি চেকপোস্টের দিকে আসলে মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে মোটরসাইকেল চালক মোটরসাইকেলের গতি কমিয়ে ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোটরসাইকেল চালক ১নং আসামী মোঃ আজিম মিয়া(২০),পিতাঃ মোঃ আমিনুল ইসলাম, গ্রামঃ সুন্দরপুর বাগডাঙ্গা, থানা ও জেলাঃ চাঁপাইনবাবগঞ্জকে আটক করে এবং ২ নং আসামী মোঃ জসিম(৩৫),পিতাঃ মোঃ আলম বট, গ্রামঃ সুন্দরপুর বাগডাঙ্গা,থানা ও জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ পালিয়ে যায়।
উল্লিখিত ঘটনায় ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। যার প্রেক্ষিতে সদর থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু হয়।