সোমবার, ৯ই পৌষ ১৪৩১, ২৩শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে কলকাতায় পরীমণি

সংগৃহীত

নিউজ ডেস্ক

চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি ফেসবুকে জানিয়েছিলেন খাবারে বিষক্রিয়া হওয়ায় পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ তিনি ও তার ছেলে পদ্ম অসুস্থ হয়েছেন। ফলে তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

কিন্তু গত কয়েক দিনে সবাই সুস্থ হলেও পরীমণির ছেলে রাজ্যর শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। এমনটাই জানা গেছে নির্মাতা চয়নিকা চৌধুরীর একটি পোস্ট থেকে। চয়নিকা চৌধুরী জানিয়েছেন, পরীর ছেলেন শরীরে দুই ধরনের ভাইরাস ধরা পড়েছে। তারই চিকিৎসার জন্য বুধবার (১৭ জানুয়ারি) রাতে কলকাতায় গেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারও এ খবর প্রকাশ করেছে। পরীমণির ছেলের অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘এভারকেয়ার হাসপাতালে টানা সাতদিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুটো ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ নয়। কিন্ত কিছুই করার নেই।

আপনারা সবাই পদ্মের জন্য, পরীর জন্য দোয়া করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। ভারতের ভিসা থাকলে সত্যি তোমার আর পদ্মের পথের সাথী হতাম, আমাকে বলতে হতো না। তুমি তা জানো। আমি জানি, আমি সঙ্গে গেলে তোমার অনেক রিলিফ লাগত। তোমাকেও এভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি।’ চয়নিকা চৌধুরী আরও লেখেন, ‘অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময়। পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ধৈর্যশীলা মানুষ। তুমি একাই সব পারবে। আমি শিওর।তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর প্রাউড ফিল করবে। মা এত্ত ভালোবাসা আর আশীর্বাদ তোমার আর পদ্মের জন্যে। সাবধানে থেক।

তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার সঙ্গে সব সময় আছে, থাকবে।’ সম্প্রতি বরিশাল গিয়েছিলেন পরীমণি। সেখান থেকে ফিরে এসেই শরীর খারাপ পরীমণি ও তার ছেলে পদ্মর। এ প্রসঙ্গে পরীমণি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এ সব থেকে সেফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয়, সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম।’ পরীমণি আরও লিখেছিলেন, ‘বাবু (পরীর ছেলে পদ্ম) খুবই অল্প পরিমাণে দুই-একটা বাইট নিয়েছিল ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালক-সহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি রিকভার করলেও পদ্ম এখনও হসপিটালাইজড! নানুর বাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম।’ এদিকে ১৯ জানুয়ারি মুক্তি পাবে পরীমণি অভিনীত নতুন সিনেমা ‘কাগজের বউ’। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪১ / জাতীয়

জাতীয় পতাকা বুকে নিয়ে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম…

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৫ / বিনোদন

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪ / আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু