নিউজ ডেস্ক
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ টাকা দিয়ে দেখতে হবে।এরকম শুনে দর্শকদের অনেকে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন।
কেউ কেউ প্রকাশ করেছিলেন ক্ষোভ। টাকা দিয়ে দর্শক দেখবে তো? প্রশ্ন উঁকি দিয়েছিল অনেকের মাথায়। তবে সব সংশয় উড়িয়ে দিয়ে প্রি-বুকিংয়ে রেকর্ড গড়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫।
মুক্তির আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অমি জানিয়েছিলেন, ব্যাচেলর পয়েন্টের ৮ এপিসোড একসঙ্গে দেখা যাবে বঙ্গে। রাখা হয়েছে প্রি-বুকিংয়ের সুবিধা। এরপরই শুরু হয় হুলুস্থুল। দর্শকের উন্মাদনায় রেকর্ড গড়ে প্রি-বুকিংয়ে।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এর প্রি-বুকিংয়ে যেটা ঘটছে, বাংলাদেশের ওটিটি মার্কেট তা আগে কখনও দেখেনি। পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে।
এই অর্জন আমার একার বা বঙ্গের না, বাংলাদেশের গোটা ওটিটি ইন্ডাস্ট্রির জন্যই এটি একটি অর্জন।’অন্যদিকে, নাটকটি বঙ্গ অ্যাপে উন্মুক্ত হওয়ার পর এই প্রভাব ফুটে উঠেছে। ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, রেকর্ড ব্রেকিং ওপেনিং! ১০০’র বেশি দেশ থেকে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ দেখছেন দর্শকরা।
এর মধ্যে পেইড ভিউজ হয়েছে ৩৫ লাখের বেশি। পেইড ওয়াচ টাইম রেকর্ড ২.৫ কোটি মিনিট! ওটিটির পাশাপাশি ইউটিউবেও দেখা যাবে নাটকটি। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।
ওটিটির সঙ্গে একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।’