সোমবার, ৮ই পৌষ ১৪৩১, ২৩শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‘পুষ্পা-২’ অগ্রিম বুকিংয়ে আয় করেছে ৪২ কোটি !


নিউজ ডেস্ক

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা-২’ অগ্রিম বুকিংয়েই বক্স অফিসে ঝড় তুলবে- কয়েকদিন আগে এমন ধারণা করা হয়েছিল। বাস্তবেও তাই ঘটেছে। এরই মধ্যে সিনেমাটি ৪২ কোটি ৫০ লাখ রুপি অগ্রিম বুকিংয়ে আয় করেছে। ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে এই তথ্য জানা গেছে। ৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে।

স্যাকলিংকের মতে, ‘পুষ্প-২’ সিনেমাটি এখন পর্যন্ত ভারতে অগ্রিম বুকিং থেকে ২৫ কোটি ৫৭ লাখ রুটি কোটি আয় করেছে। তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি সংস্করণের থেকে এ পরিমাণ অর্থ বুকিং থেকে পাওয়া গেছে। ১৬ হাজারেরও বেশি শোয়ের জন্য 8 লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে।

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিবেশক প্রথ্যাঙ্গিরা সিনেমাস অনুসারে জানা গেছে, ‘পুষ্প-২’ সিনেমাটি অগ্রিম বুকিং থেকে ১৬ কোটি ৯৩ লাখ কোটি রুপি সংগ্রহ করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪২ কোটি ৫০ লাখ রুপিরও বেশি আয় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১০১০টির বেশি স্থানে ৬৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

‘পুষ্প-২’ হিন্দি ডাবিং সংস্করণের জন্য অগ্রিম বুকিংয়ে প্রথম ১২ ঘণ্টায় মধ্যে ১ কোটি ২৫ লাখ টিকিট বিক্রি করেছে। জানা গেছে ১ ডিসেম্বর দুপুরের মধ্যে হিন্দিতে ১ কোটি ৮ লাখ টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি এখন পর্যন্ত তেলেগুতে ১২ কোটি এবং হিন্দিতে 8 কোটির বেশি আয় করেছে।

‘পুষ্পা’র চেয়ে যে ‘পুষ্পা-২’ আরও বেশি উন্মাদনা ছড়াবে-এর প্রমাণ ট্রেলারেই দেখা গেছে। পাশাপাশি অগ্রিম বুকিংয়ের চাহিদাও সে কথা বলছে। ট্রেড অ্যানালিসিস্টরাও এমনটা মনে করছেন।

৩০ নভেম্বর থেকে শুরু হয়ে ‘পুষ্পা-২’র অগ্রিম বুকিং। এরই মধ্যে এ সিনেমা নিয়ে যা আগ্রাহ, তা দেখে বিশেষজ্ঞরা বলছেন, অগ্রিম বুকিংয়েই প্রথম সপ্তাহে ৪৫ কোটির অংক ছাড়াবে ‘পুষ্পা-২’। কেউ কেউ বলছেন, শাহরুখের ‘জওয়ান’ প্রথম সপ্তাহে অগ্রিম বুকিংয়ে ৩৫ কোটি রুপি ব্যবসা করেছিল। অন্যদিকে দক্ষিণী সিনেমা ‘কেজিএফ’ ৪০ কোটির টাকার ব্যবসা করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এ দুই সিনেমার রেকর্ডই এবার ভাঙবে ‘পুষ্পা-২’।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু