সোমবার, ৯ই পৌষ ১৪৩১, ২৩শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউপি অফিসে অগ্নিকাণ্ড

সংগৃহীত

নিউজ ডেস্ক

গাজীপুর সদর উপজেলার ইউনিয়ন পিরুজালী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পীরজারি সরকারপেরা বাজারের অস্থায়ী অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আজ বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ অগ্নিকাণ্ডে কয়েকটি কম্পিউটার, ইউপি কার্যালয়ের ভেতরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, রাতে পিরুজালী ইউপি কার্যালয়ে হঠাৎ করে আগুন লাগে।

স্থানীয়রা দেখতে পেয়ে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পিরুজালী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ‘পরিষদের কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসি। প্রথমে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ভবনে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।’ তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রাতে খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলেও জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, পিরুজালী ইউপি কার্যালয়ে আগুন লাগার খবরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু