সারওয়ার জাহান
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ঐতিহ্যবাহী স্কাউট সংগঠন রহনপুর মুক্ত মহাদলের ৪৪ তম পূর্তি উৎসব অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫ টায় নিজ কার্যালয়ের সামনে ৪৪ তম পূর্তি উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ মতিউর রহমান খাঁন।
সংগঠনের সভাপতি শারফুদ্দিন আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক মফিজ আহমেদ নাদিম। স্কাউট সিফাতুল্লাহ নিহালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রাকিব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী লিডার ট্রেনার (এএলটি) আব্দুল কাইউম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কাউট প্রশিক্ষক আমিরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক নাজিমউদ্দিন সরকার হীরা, নির্বাহী কমিটির সদস্য ও খোড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার প্রভাষক নুরুজ্জামান বাবু, এডাল্ট স্কাউটার, কাব, স্কাউট ও রোভার সদস্যরা উপস্থিত ছিলেন। রহনপুর মুক্ত মহাদল চাঁপাইনবাবগঞ্জ জেলার গণ্ডি পেরিয়ে স্কাউট ও সমাজ সেবায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনন্য স্বাক্ষরকারী এক প্রতিষ্ঠানের নাম। স্কাউটিং এর পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনেও ভূমিকা বেশ প্রশংসনীয়। প্রধান অতিথি মতিউর রহমান খাঁন তার বক্তৃতায় বলেন শিশু-কিশোর ও যুবকদের নৈতিক ও মূল্যবোধ গঠনে রহনপুর মুক্ত মদলের ভূমিকা অনন্য।
বর্তমান যুব সম্প্রদায় কে মাদকের ফল ছোবল থেকে রক্ষা করতে রহনপুর মুক্ত মহাদল এক অনন্য ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। রহনপুর মুক্ত মহাদলে একটি গণকেন্দ্র পাঠাগার রয়েছে। যে পাঠাগারে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে বই পড়ে। পাঠাগারটি তে বিভিন্ন রকমের প্রায় ৩ হাজার বই রয়েছে।