সারওয়ার জাহান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুব ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলায় রূপান্তরের পক্ষে ডেমক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় যুব ফরমের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয় । সোমবার (২২ জানুয়ারি) সকালে রহনপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে এ যুব সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরামের ত্রৈ-মাসিক সভায় সভাপতিত্ব করেন যুব ফোরামের আহবায়ক মাহমুদুর রহমান।
সভায় অন্যদের মধ্যে রাখেন আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার সুবর্ণা আকতার, যুগ্ন আহবায়ক এ্যানি বেগম প্রমূখ। গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদের নিয়ে গঠিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা যুব ও যুব নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে এ সংস্থা । এই ধারাবাহিকতায় রূপান্তরের কারিগরি সহয়তায় রূপান্তরের পক্ষে ডেমক্রেসি ওয়াচ চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশের ছয়টি জেলায় আস্থা প্রকল্প কাজ করছে।