সারওয়ার জাহান সুমন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয় সরকার কর্তৃক প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ আইন নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন গোমস্তাপুর, স্থানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশ, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউ বিবি ট্রাস্ট এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা চৌধুরী জুবায়ের আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা সুলতানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, গোলাম কিবরিয়া হাবিব, সামিউল ইসলাম শ্যামল, অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল সহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন কোভিড-১৯ এর ঝুঁকি হ্রাসে ধূমপান ও তামাকজাতদ্রব্য পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, ধূমপান ত্যাগ করুন, সুস্থ থাকুন এবং সুন্দর পরিবেশ বজায় রাখুন। এছাড়াও বক্তারা স্থানীয় সরকারি অফিস আদালতকে ধূমপানমুক্ত ঘোষণা করার আহ্বান জানান।