বুধবার, ১১ই পৌষ ১৪৩১, ২৫শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে বীর নিবাস প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়

ছবি: বীর নিবাস প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়

সারওয়ার জাহান সুমন

বীর নিবাস। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত বীরদের পরিবারের সদস্যদের জন্য "বীর নিবাস" নামের এই আবাসন প্রকল্প। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রকল্পের আওতায় গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৮ টি বীর নিবাস সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

গতকাল বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের নিয়ে অত্যান্ত সৌহার্দ্যময় পরিবেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন এই উপজেলায় ৫৮ টি বীর নিবাস নির্মাণ করা হবে। তিনি বলেন, বাড়িগুলো টেকসই ভাবে নির্মাণ করার লক্ষ্যে  আমাদের কিছু করণীয় রয়েছে। আপনারা বাড়ি নির্মাণের জন্য যে জায়গা নির্বাচন করে আমাদের নিকট প্রেরণ করেছেন সে সকল জায়গাতে বেশ কিছু সমস্যা রয়েছে। এমন সমস্যকৃত জায়গায় বাড়ি নির্মাণ করা হলে  ভবিষ্যতে ফাটলসহ বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন। ধানি জমি, সদ্য ভরাট কৃত জায়গা ও নিচু জায়গায় বাড়ি নির্মাণের জন্য যথাযথ উপযুক্ত জায়গা না। সে ক্ষেত্রে এইসব জায়গায় বাড়ি করতে আপনাদেরকে আমাদের নিকট প্রত্যয়ন দিতে হবে। ভবিষ্যতে বাড়িতে ফাটল দেখা দিলে আমরা দায়ী থাকবো না এই মর্মে আপনারা আমাদের নিকট প্রত্যয়ন প্রদান করবেন। কেননা এমন ঘটনা ঘটলে আমাদের ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট জবাবদিহি করতে হবে। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা তার বক্তৃতায় বলেন, বীর নিবাস আপনাদের স্বপ্নের ঠিকানা। যা সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হবে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। যে সকল জায়গায় বাড়ি নির্মাণ করতে গিয়ে নিচু জানি জমি  সদ্য ভরাট কৃত জমি জায়গায় বাড়ি নির্মাণ করা হবে তিনারা অবশ্যই আমাদের প্রত্যয়ন প্রদান করবেন। ঠিকাদারি প্রতিষ্ঠান বাড়িতে নির্মাণ করবেন আমি সহ এই কমিটির সকল সদস দেখভালের জন্য রয়েছি। কাজ করার সময় কোন অসংগতি দেখা দিলে তার সঙ্গে সঙ্গে আমাকে অবগত করবেন আমি তা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কেননা এই বয়সে এসে আপনাদের স্বপ্নের নীড়ের কাজে কোন অনিয়ম মেনে নেয়া হবে না। আপনাদের কাছে আমরা ঋণী আজ সময়ের ব্যবধানে আপনাদের বয়স বেড়েছে। আপনারা আমাদের সমাজের গ্রহণযোগ্য বয়স্ক নাগরিক। আপনাদের কাছে আমার মিনতি থাকবে এই দেশটা সকলের। তাই একটি নিরাপদ, সুখী, বাসযোগ্য সমাজ নির্মাণে আপনারা আমাদের সহযোগিতা করবেন। বৈষম্যহীন সমাজ নির্মাণে আমাদের পাশে থাকবেন। আমি মনেপ্রাণে আল্লাহ তায়ালার নিকট দোয়া করি আপনাদের স্বপ্নের নীড় বীর নিবাস নির্মাণ হওয়ার আগ পর্যন্ত আপনাদের জন্য নেক হায়াত দান করেন। ইতিমধ্যে আমাদের উপজেলায় ৫টি বীর নিবাস নির্মিত হয়েছে। যেখানে পাঁচটি পরিবার বসবাস করছেন। তিনি আরো বলেন, শান্তিপ্রিয় আমাদের এই উপজেলা সকলের সহযোগিতায় মডেল উপজেলায় পরিণত হবে।

প্রতিটি নিবাসের আয়তন ৭৩২ বর্গফুট। একতলা এই বাড়িতে দুটি শয়নকক্ষ, একটি বসার ঘর, একটি খাবার কক্ষ, একটি রান্নাঘর, একটি প্রশস্ত বারান্দা ও দুটি শোচাগার থাকছে। প্রতিটি বাড়িতে থাকছে একটি উঠান, একটি নলকূপ, গবাদি পশু হাঁস-মুরগি পালনের জন্য পৃথক শেড। প্রতিটি বাড়ির ব্যয় ধরা হয়েছে ১৮ লক্ষ ৩৩ হাজার টাকা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল সহ বীর মুক্তিযোদ্ধা ও সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪১ / জাতীয়

জাতীয় পতাকা বুকে নিয়ে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম…

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৫ / বিনোদন

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪ / আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু