গোমস্তাপুর প্রতিনিধি
আজ ১৫ আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেটি ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রহনপুর পৌর বিএনপির আয়োজনে রহনপুর ডাকবাংলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রহনপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসেছে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, যুবনেতা আব্দুল্লাহ, মাহাবুব, পিয়ারুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, রহনপুর কলেজ মোড় থেকে বের হওয়া জামায়াতের একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।