সারওয়ার জাহান সুমন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলা চত্বর সংলগ্ন বাইরুল ইসলামের চাতালে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবর্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা গনি হামিদ, ওয়াসিকুল এলাহী বাবলু, সাবেক ইউপি সদস্য সানাউল হক সুমন, বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, তৌহিদুজ্জামান বাবু, সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন প্রমখ । আলোচনায় বক্তারা বলেন, স্বৈরাচারীর পতনের মধ্য দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল সংকটময় সময়ে আমাদের করণীয় অনেক তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বেশ করার কাজে এগিয়ে যেতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগের মতো আমরা যদি ভুল করি তাহলে শান্তি প্রিয় জনগণ আমাদেরকেও গ্রহণ করবে না। জনগণ ও দেশের হয়ে আগামীর জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের নেত্রী ও তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।