নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস/২০২৪ পালিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর সোমবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর ও উপজেলা প্রশাসন, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের বিভিন্ন নারী সমিতির সদস্য ও স্থানীয় সুশিল সমাজের সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিনি সম্মেলন কক্ষে মিলিত হয়।
উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত দেশ গড়ি”-শীর্ষক প্রতিপাদ্যের উপর আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহতো।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূরুল ইসলাম ও রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির আজম।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৫জন নারীর মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ টাকা বিতরণ করা হয়।