নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় যুববিভাগ নাচোল পৌরসভার আয়োজনে আন্ত: পৌর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৬ জুন বিকেল সাড়ে ৪ টায় নাচোল রেলস্টেশন মাঠে নাচোল চেয়ারম্যান পাড়া ক্রিকেট একাডেমি বনাম ইসলামপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চেয়ারম্যান পাড়া ক্রিকেট একাডেমি দল ১-০ গোলে ইসলাম পুর স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের মনোনিত এমপি পদ প্রার্থী জামায়াতে ইসলামীর জেলা সহ-সেক্রেটারি ড.মু. মিজানুর রহমান খেলোয়াড়দের মধ্যে পুরুষ্কার তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমির ডা রফিকুল ইসলাম।