নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ “নাচোল এরিয়া অফিসের” আয়োজনে আজ ২৪সে জুন (মঙ্গলবার) উপজেলার কসবা ইউনিয়নের রানীদিঘী গ্রামে, ১৬টি গ্রারেম দুই শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্টীদের নিয়ে নিরাপদ পানি ব্যবহার ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র এরিয়া ম্যনেজার নিকোলাস মুরমুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মাহাবুবুর রহমান।
বিশেষ অতিথি কসবা ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক জাকারিয়া, এরিয়া সুপার ভাইজার এ্যাম্ব্রোশ টুডু।
তাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পানির অপচয় রোধ করতে হবে এবং নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। সেই সাথে নিজে ও পরিবার কে পরিস্কার পরিছন্ন রাখতে হবে তবেই বিভিন্ন ধরনের রোগ জীবানু থেকে রক্ষাপাবে।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আসা দুই শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্টী নারী ও পুরুষ।