নিউজ ডেস্ক
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।
ইমরুল কায়েস বলেন, ‘প্রধানমন্ত্রী আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন।’
তাঁর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা।
গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জেলায় ক্ষতিগ্রস্ত তিন লাখ ২৭ হাজার মানুষ। পুরোপুরি বিধ্বস্ত ২৩৫ ঘরবাড়ি, আর আংশিক বিধ্বস্ত ১৮শ ৬৫ বাড়িঘর। কৃষিতে ক্ষয়ক্ষতি ২৬ কোটি ২১ লাখ টাকার আর মৎস্য খাতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।