শুক্রবার, ২৭শে পৌষ ১৪৩১, ১০ই জানুয়ারী ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আমরা একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: প্রধান নির্বাচন কমিশনার


নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘আমরা একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এ ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। আমাদের লক্ষ্য একটাই।

’আজ বৃহস্পতিবার মৌলভীবাজারে ‘ভোটার নিবন্ধনপ্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচনপ্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প ও জেলা নির্বাচন কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

প্রধান নির্বাচন কমিশনার ওই কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘আমরা কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য, ভোটে জেতানোর জন্য অথবা কোনো ব্যক্তি যাতে জিততে না পারে, সে ব্যবস্থা করার জন্য নামিনি। আমরা নেমেছি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য।’নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা নির্বাচনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। মানুষ যাকে ভোট দেবে, সে–ই জিতবে। আমাদের প্রত্যাশা সেটাই। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। ফেভার করার কোনো প্রয়োজন নেই। ফেভার করবেনই না।’

কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ; উপপ্রধান ও সিবিটিইপির প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান; মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী। এতে বক্তব্য দেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আগে তো ফেভার না করলে চাকরি নিয়ে টান পড়ত। ফেভার না করলে অসুবিধা হতো। এখন ফেভার করতে চাইলে অসুবিধা হবে। পুরো জিনিসটাই উল্টা হবে। এটা আমাদের পরিষ্কার সিদ্ধান্ত। এই ব্যাপারে অনড় থাকব, আমরা শক্ত অবস্থানে থাকব।’ তিনি সতর্ক করে বলেন, ‘যদি আমরা বুঝি কেউ একজন বিশেষ দলের জন্য, বিশেষ ব্যক্তির জন্য কাজ করছে। বিষয়টি আমাদের নলেজে আসে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। এটা আমাদের ঘোষণা থাকল।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২রা জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে বুরো বাংলাদেশ এনজিওর শীতবস্ত্র বিতরণ

২রা জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:১৩ / শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪১ / জাতীয়

জাতীয় পতাকা বুকে নিয়ে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম…

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৫ / বিনোদন

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪ / আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,