বৃহঃস্পতিবার, ১৬ই কার্তিক ১৪৩১, ৩১শে অক্টোবর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সারা দেশের কারাগারে বাড়তি সতর্কতা

ফাইল ছবি

নিউজ ডেস্ক

বগুড়ায় জেলখানা থেকে কয়েদী পালানোর ঘটনায় সারা দেশের পুরোনো ভবন থাকা কারাগারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। কারাগারের ভেতর ও বাইরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি।

বরিশাল কেন্দ্রীয় কারাগারে নতুন করে কয়েদীদের জন্য চারটি ভবন ও দুটি টিনশেড তৈরি হলেও নিরাপত্তার জন্য এখনো ভরসা ব্রিটিশ আমলে নির্মিত গাইডওয়াল। কারাগারটিতে থাকা ৮৫৭ কয়েদীর মধ্যে ৮০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

সম্প্রতি বগুড়ায় কয়েদী পালানোর ঘটনার পর এখানে সতর্কতামূলকভাবে বসানো হয়েছে অতিরিক্ত ৭ নিরাপত্তা চৌকি। দর্শনার্থীদের ক্ষেত্রেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

১৯৯৭ সালে কেন্দ্রীয় কারাগারে উন্নীত হলেও ১৮৬৪ সালের পুরানো ভবনেই চলছে রংপুর কারাগারের কার্যক্রম। বৃহস্পতিবার কারাগার পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, নতুন কারাভবনের জন্য আবেদন করা হয়েছে অধিদপ্তরে।

রংপুরের জেলা প্রশাসক বলেন, এ দায়িত্ব যাদের তারা যেন যথাযথভাবে পালন করেন, এখানে মনিটরিংয়ের বিষয় আছে। এই মনিটরিংয়ের ওপর আমরা গুরুত্বারোপ করেছি। আমাদের কিছু ভবনের চাহিদা আছে, যাতে করে আমরা তাদেরকে একটু আলাদা করে রাখার ব্যবস্থা নিতে পারি। সে হিসেবে প্রকল্পগুলো নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।

খুলনায় ২০১১ সালে নতুন কারা ভবন নির্মাণ শুরু হলেও এখনো শেষ হয়নি কাজ। ১৯০৬ সালে নির্মিত ভবনেই চলছে কার্যক্রম। এদিকে, উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কারাগার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কার্যক্রম চলছে ২০০ বছরের পুরানো ভবনে। ধারণক্ষমতার ৩ গুণেরও বেশি বন্দী আছে এই কারাগারে।

রাজশাহী জেলা সুজনের সহ–সভাপতি ফরাস আহমেদ আরিফ বলেন, ‘বন্দিরা নিজেদের মধ্যে পরামর্শ করে কিন্তু নতুন ধরনের কোনো অপরাধ করতে পারে। জেলখানা সংশোধনের জায়গা, সেখানে কিন্তু সংশোধনের সুযোগ থাকে না। কাজেই আমার মনে হয়, এ বিষয়গুলো যারা দেখভাল করেন তাদের উচিৎ হবে এটা সংস্কার করা।

২০২১ সালে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে পালায় হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেল। এরপর দেয়াল আরও উঁচু করার পাশাপাশি বাড়ানো হয় প্রহরীর সংখ্যা। এদিকে, কারাগার সংস্কারের পাশাপাশি কর্মকর্তাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সাবেক আইজি প্রিজন লিয়াকত আলী খান বলেন, একই মামলায় একইরকম সাজাপ্রাপ্ত আসামিদের একত্রে রাখা কোনো অবস্থাতেই সমীচিন হবে না। এটা বিধি বিধানেও নেই। এতে করে তারা পরামর্শ করে একে অপরের সহযোগীতা নিয়ে সম্ভবত এটি করেছে।

দেশে ৬৮টি কারাগারের মধ্যে ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ই অক্টোবর ২০২৪ বিকাল ০৪:২৯ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানে…

১২ই অক্টোবর ২০২৪ দুপুর ০১:১২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে ১৬ বিজিবি চাঁড়াল ডাঙ্গা ক্যাম্পের পূজা মন্ডুপ…

১০ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:১৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

২৬শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯ / জাতীয়

সমালোচনায় বিচলিত নয় সরকার, কণ্ঠরোধ করা হবে না:…

১৯শে সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:২৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সন্তানদের একটি ভালো পোষাক কিংবা দুবেলা দুমুঠো ভাত…

৯ই সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

৭ই সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:০২ / অর্থনীতি

দেশে রিজার্ভ ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার