নিউজ ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে স্কুলছাত্রী ও এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ স্বর্ণা আক্তারকে (১৯) হাজির মাজার বস্তি ও স্কুলছাত্রী সেতু রাণী রায়কে (১৪) মুদাফা খলিল মার্কেট এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
স্বর্ণা আক্তার বাকপ্রতিবন্ধী ছিল। সে হাজির মাজার বস্তির আনোয়ার হোসেনের মেয়ে এবং সেতু রানী রায় মুদাফা খলিল মার্কেট এলাকার শ্রী দিলীপ চন্দ্র রায়ের মেয়ে। সেতু রানী রায় ওই এলাকার আইনুল হকের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। সে স্থানীয় আব্দুল আউয়াল বিদ্যানিকেতনে ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, গাড়িচালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে শুক্রবার রাত ১০টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বর্ণা আক্তার।
এদিকে শুক্রবার বিকাল পাঁচটার দিকে স্কুলছাত্রী সেতু রানী রায় বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।