কামাল সুকরানা
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে অভিযান চালিয়ে মাদকসেবন ও বিক্রয় করার দায়ে ১০ জনকে আটক করেছে র্যাব সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃত মাদক সেবক ও বিক্রয়কারীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সোনাইচন্ডী সোনামাছনা গ্রামের মোঃ মাসুদ (৩১), একই উপজেলার বন বিভাগ পাড়ার মোঃ মারুফ আলী (১৯), ক্ষ্যাদাপাড়ার মোঃ রিফাত (১৯), ইসলামপুর রাইস মিলপাড়ার মোঃ আবু তাহির (৩০), গোমস্তাপুর উপজেলার রোকনপুরের মোঃ নাইমুল হক (৪০), বোয়ালিয়া কাঞ্চনতলার মোঃ লুৎফর আলী (৩০), হাউসনগরের মোঃ আনিকুল ইসলাম (২৪), কাশিয়াবাড়ীর মোঃ জিল্লুর রহমান (৪০), রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ডের মোঃ রজব আলী (২৯) ও ভোলাহাট উপজেলার দলদলি ক্লাব বাজারের মোঃ মোশারফ হোসেন (২৩)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, নুনগোলা কেডিসি এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবকদের মাঝে বিক্রি করতো।
এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় আইন-শৃঙ্খলাবাহিনীর দ্বারস্থ হয়। পরে র্যাবের গোয়েন্দা দল ঘটনার সত্যতা পাওয়ার পর বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে র্যাবের একটি দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রী ও সেবন করার সময় তাদেরকে গ্রেফতার করে।
এসময় গাঁজাসহ সেবনের বিভিন্ন উপকরণসহ জব্দ করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে