সারওয়ার জাহান সুমন
মা- পৃথিবীর মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ - বেদনা - ভরা কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশ্রেষ্ঠ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী সম্মানে বিশ্ব মা দিবস। দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান সব স্বাদ - আহ্লাদ সন্তানের নামে করে দেন যে মা, তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব মা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
রবিবার ১২ মে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা, (তথ্য প্রকল্প আপা) তাকদিরা খাতুন প্রমুখ। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ,সুধীজন, নারী উদ্যোক্তা, নারী সংগঠক, নারী নেত্রী সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।