শিবগঞ্জ প্রতিনিধি
"সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন" এ সামনে রেখে শিবগঞ্জে অংশীজনদের সাথে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলার সম্মানিত অংশীজনদের সাথে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন, শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দসহ নাগরিকগণ, এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসন প্রাঙ্গনে "সর্বজনীন পেনশন স্কিম" রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন।