সারওয়ার জাহান সুমন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) রহনপুর মুক্ত মহাদল দল স্কাউট গ্রুপের আয়োজনে "বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন এই সমৃদ্ধি" এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে Digester Management workshop For Students বিষয়ে উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন কর করা হয়।
সংগঠনের সভাপতি শারফুদ্দীন আহমেদর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খাঁন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্ত মহাদল স্কাউট গ্রুপের কোষাধক্ষ নাজিমুদ্দীন সরকার হীরা, সহ-সভাপতি নাজমুল হক, নুরুজ্জামান বাবু , সম্পাদক মফিজ আহমেদ নাদিম প্রমুখ।
দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারি প্রোগ্রামার মামুনুর রশিদ, কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর কো- অর্গানাইজার ইঞ্জিনিয়ার আরিফুল হক জকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার ও বিএডিজিই'র এম আই এস কনসালটেন্ট আসাদুজ্জামান চন্দন।
দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বই পড়া, বিজ্ঞানভিত্তিক কুইজ, কবিতা আবৃতি, বিতর্ক প্রতিযোগিতার বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।