সারওয়ার জাহান সুমন
‘পৃথিবীর ফুসফুস পুড়ে ছাই বেশি করে গাছ লাগাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জের রহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রবিবার সকালে রহনপুর উপজেলার সময় ভিশন স্কুল চত্বরে বিভিন্ন ধরনের বনজ ও ফুলের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রহনপুর কুরআনের আলো’র সভাপতি মুঃ রবিউল আওয়াল ও সম্পাদক নেশ মোহাম্মদ মন্টু বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় কুরআনের আলো সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন প্রাকৃতিক ভারসাম্য কে ঠিক রাখতে হলে আমাদের প্রত্যেকের উচিত একটি করে হলেও গাছ লাগানো এবং সে গাছের পরিচর্যা করা। আশা করি তোমরা প্রত্যেকে বাড়ির উঠানে একটি করে গাছ লাগাবে এবং প্রতিদিন তার পরিচর্যা করবে।
এ সময় উপস্থিত ছিলেন ভিশন স্কুলের ডাইরেক্টর তরিকুল ইসলাম বকুল, অত্র সংগঠনের সহ-সভাপতি, শহিদুল ইসলাম, গোলাম মুক্তাদির , প্রচার সম্পাদক মোজাম্মেল হক ,সদস্য মমিনুল ইসলাম ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।