গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরে ৫৩ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার ২৬ মে (২০২৪)বিকেল ৪টায় রহনপুর পৌর মেয়রের কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৮৩৮ টাকা ও প্রারম্ভিক স্থিতিসহ উন্নয়ন খাতে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকা আয় ধরা হয়েছে। এছাড়াও রাজস্ব খাতে উদ্বৃত্তসহ ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭৬ টাকাসহ সমাপনি স্থিতি ধরা হয়েছে ৫৭ লাখ ৩৫ হাজার ৮৪ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, প্যানেল মেয়র জাহানারা পারভীন, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ০১নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম, কাউন্সিলর ইসমাইল হোসেন, সহ অন্যান্য কাউন্সিলর গন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মী
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাজেট ঘোষণার শেষে রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।