চাঁপাইনবাবগঞ্জে ৩টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার-১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলার ঘাটপাড়া থেকে ৩টি ওয়ান শুটারগানসহ হাসিম (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল রবিবার রাতে হাসিমকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে- রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শিরইল কলোনি গ্রামের নুর হাসানের ছেলে হাসিম।
র্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে জনসাধারণের সামনে তল্লাশি করে তার শরীর থেকে ৩টি ওয়ান শুটারগান পাওয়া যায়। এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রগুলো রাজশাহী হয়ে দেশের বিভিন্ন এলাকা চলে যেত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হাসিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব।