গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার (২৭ মে) সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের পুরুষ ও নারী ইউপি সদস্যগণ। এছাড়াও উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পরিষদের সচিব মুকুল হোসেন। তিনি ২ কোটি ৭৬ লক্ষ ৭ হাজার ৯১ টাকা, আয় এবং ২ কোটি ৭৬ লক্ষ হাজার ১ শত ৯১ টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষনা করেন।