গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে পায়েল আলী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২৭ মে) রাতে উপজেলার আড্ডা-যুগি বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৯টার সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত পায়েল আলী গোমস্তাপুর উপজেলার আড্ডা-যুগি বাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন পায়েল। হঠাৎ সে চিৎকার করে ওঠেন। পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পায় বিছানায় একটি বিষাক্ত সাপ। দ্রুত তাকে উদ্ধার করে কবিরাজের কাছে নেন স্বজনরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাপে কাটা রোগী কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জাহিদ বলেন, রাতে পায়েলকে বিষাক্ত সাড়ে কামড় দেয়। পরে কবিরাজের কাছে নিয়ে যান স্বজনরা। পরে সকাল ৯টার দিকে আমাদের এখানে তাকে মৃত অবস্থান নিয়ে আসেন পরিবারের লোকজন।