কামাল সুকরানা
”তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এ স্লোগানকে সামনে রেখে এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডবিøউবিবি ট্রাস্টের আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় শহরের বড় ইন্দারা মোড়ে অবস্থান কর্মষূচী পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগি সংগঠন স্বনির্ভর আর্থসামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম, মাদক প্রতিরোধ কমিটির সভাপতি তসিকুল ইসলাম, শিক্ষক আনাম আলী ও সাহিদা খাতুন।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সরকার তামাকের মূল্য ও কর বৃদ্ধি করলে এটির প্রতি নিরূৎসাহিত হবে। ধূমপান থেকে যত বিরত থাকা যাবে ততই মানুষ সুস্থ থাকবে। তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবন প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ ও স্বাস্থ্য’র উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন দুইই ভয়াবহ ও প্রাণঘাতী নেশা। আগামি প্রজন্মকে সুস্থ রাখতে তামাক থেকে বিরত থাকতে হবে।