চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম (তসি), উপজেলা ভাইস চেয়ারম্যান তৌসিকুল আলম বাবু সহ অন্যান্যরা।
সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ও ইউপি সচিবদের দায়িত্ব এবং করনীয় ও দিক-নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার হাফিজ আল আসাদ ও উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।