কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি খাদ্য নিরাপত্তা ও জোরদারকরুণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (০৯ জুন) সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন করে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।