চাঁপাইনবাবগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আইসিটি কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় জেলার আইন শৃঙ্খলা বিষয়ে বক্তব্য দেন, কমিটির সদস্য জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম পিপিএম সেবা), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ এর সঞ্চালনায় বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা, মাদক নির্মুলসহ বিভিন্ন তথ্য তুলে ধরে আরো বক্তব্য দেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এছাড়া সভায় অবৈধ স্থাপনা, বিলবোর্ড অপসারণ, আসন্ন ঈদ উল আযহায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া সংরক্ষণে সভায় আলোচনা করা হয়েছে ।
গত মে মাসসহ বর্তমানে জেলার আইন শৃঙ্খলা স্থিতিশীল থাকায় সকলকে ধন্যবাদ জানান কমিটির সভাপতি জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।