গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাসুম (২৭) নামের এক যুবকের বিষ পানে আত্মহত্যা ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রহনপুর পৌর এলাকার বাগদুয়ার পাড়া গ্রামের, কবির হোসেন এর ছেলে মাসুম (২৭) মঙ্গলবার (১১ জুন) রাতের খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে শুয়ে পড়েন এবং পারিবারিক সমস্যা কারণে ভোর চার টার সময় বিষ পান করলে মাসুম এর বাবা -মাও আত্মীয়-স্বজন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক, প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। মাসুম চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ জুন) সকাল পৌনে ছয়টার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন।
গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান,মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।