চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা।
শনিবার (১৫ জুন) বিকাল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস উপস্থাপনা করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু নজর খান বৃটিশ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা মন্ডল, সহ-সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর মেয়র মোখলেসুর রহমান সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সদস্য বৃন্দ।
সভায় আগামী আগমী ২৩ জুন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগ সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদকে আহব্বায়ক করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি করা হয়।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জিয়াউর রহমান জাতীয় সংসদে জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের সিধান্ত গ্রহণ করে।