চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে তথ্যআপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় সদর উপজেলা হলরুমে চাঁপাইনবাবগঞ্জ সদর তথ্য কেন্দ্র কর্তৃক আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর তথ্যসেবা কর্মকর্তা আছিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (যুগ্ন সচিব) ও প্রকল্প প্রধান, তথ্যআপা প্রকল্প (২য় প্রর্যায়) শাহানাজ বেগম নীনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার,মোছা: তাছমিনা খাতুন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা। তথ্যসেবা সহকারী কর্মকর্তা মাহামুদা আফরোজ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল গোদাগাড়ী উপজেলার কর্মকর্তা ও সহকারীগণ।
উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন তিনি।