গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৬০) নামে ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিকেলে গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার ইসলামপুর এলাকার মৃত ওয়েজ উদ্দীনের ছেলে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, গোমস্তাপুর উপজেলার আড্ডা হতে ব্যাটারি চালিত অটোযোগে বাড়ি যাচ্ছিলেন আব্দুল খালেক। পথে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবরে আব্দুল খালেক'কে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।