গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি মৌসুমে কৃষি প্রণোদনা আওতায় রোপন আমন ধানের উফশী আবাদ ও উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
রবিবার (২৪ জুন) সকালে গোমস্তাপুরে উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোমস্তাপুর উপজেলা পরিষদের মিলনাতায়নে বিতরন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা‘র সভাপতিিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি জিয়াউর রহমান।
এমপি জনপ্রতি কৃষকদের হাতে ৫ কেজি করে ধানের বীজ এবং ১০ কেজি করে (ডিএপি) রাসায়নিক সার তুলে দেন। এ ্অর্থ বছরে ১ হাজার ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও স্যার বিতরণ করা হবে।
প্রধান ্অতিথি বক্তব্য বলেন কৃষকদের মাঝে স্যার ভূত্বকী দিয়ে নির্লস ভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি অফিসারদের সার্বক্ষণিক কৃষকদের সহযোগিতা করার নির্দেশ দেন। এবং কৃষকরা যাতে সহজে ব্যাংক থেকে কৃষি ঋণ পাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আক্তার লাবনী, উপ-সহকারী উদ্ভিদ কৃষি সিরাজুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষক বৃন্দ।