রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার খাঁড়ইল মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন বাইক আহরী নিহত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মারুফ হোসেন (২৬)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
তার ব্যবহৃত মোটর বাইকের রেজিষ্ট্রেশন নম্বর নওগাঁ "ল" ১২-১৯০১। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ তার শাশুড়ি কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে নিয়ামতপুরে ফিরছিলেন। প্রতিমধ্যে খাঁড়ইল নামক স্থানে পৌঁছালে রাজশাহীগামী ট্রাক (ঢাকা মেট্রো-ন২০-৬৫-৫৫) মুখোমুখি ধাক্কা দেয়।এসময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।