মারুফ হোসেন
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাই মাসে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তা সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনার সরকার।
এরপর আনন্দ-উল্লাসের পাশাপাশি সারা দেশে শুরু হয় লুটপাট। কিন্তু এরই মধ্যে দেশ গঠনের প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক আইন নিয়ন্ত্রণসহ সরকারি নানা স্থাপনায় নতুন করে রঙের প্রলেপের কাজে নেমে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
আলোচিত নানা স্লোগান, কবিতার পঙক্তি, গুলিবিদ্ধ ছাত্রদের নিয়ে মর্মস্পর্শী কথা এখন গ্রাফিতে ফুটে উঠছে। দেওয়াল লিখনে স্থান পাচ্ছে নিহত আবু সাঈদের হাত উঁচিয়ে গুলির সামনে বুক পেতে দেওয়া গ্রাফিতি অথবা মুগ্ধের পানি লাগবে পানি,স্বাধিনতা-২৪, ৩৬ জুলাই;
৭১ দেখি নাই ২৪ দেখেছি, আসছে ফাগুন আমরা হবো দ্বিগুণ; মোরা সাঈদ, মোরা রফিক, মোরা মুগ্ধ, সময়ের আলোড়নে হবো সিংহ; গর্জে উঠেছিলাম বলেই বিজয় এসেছিল, আসুন সবার আগে নিজেকে বদলায়,মানুষ মানুষের জন্য,গাছ লাগান পরিবেশ বাঁচান, চলো রাষ্ট্র সংস্কার করিসহ নানা স্লোগান।