চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী সহ আশ- পাশের জেলার বিস্তীর্ণ জনপদ তলিয়ে গেছে। পানি কমতে শুরু করলেও খাবার সংকটে ভুগছেন তাঁরা। ফেনীর মানুষের সেই আহ্বানে সাড়া দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মুক্ত রোভার স্কাউট
ও নবাবগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউটের সদস্যরা ২৮ আগষ্ট বুধবার রাতে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট লিডার শেখ নাসিম জানান বানভাসি মানুষের দূর্ভোগের বিষয়টি মাথায় রেখে তাদের জন্য শুকনো খাবার ও বস্ত্র ট্রাকে করে ত্রানসামগ্রী নিয়ে রোভার স্কাউট সদস্যরা রওনা হয়েছে। শেখ নাসিম আরও জানান তাঁরা বিভিন্ন এলাকায় রোভার সদস্যরা অর্থ সংগ্রহ করে সেই অর্থ একত্রে করে ত্রাণ সামগ্রী ক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার ফেনীর দূর্গম এলাকায় স্থানীয় রোভার স্কাউট সদস্যদের সাথে নিয়ে বানভাসি মানুষের কাছে পৌঁছে দিবেন এমনটাই জানান তিনি। সফর সঙ্গী হিসেবে নাসিম এর সাথে রয়েছেন রোভার সদস্য তোহিদ,তারেক, নাইম, মাহফুজ।
রোভার স্কাউট সদস্যদের এ ধরনের উদ্যোগ কে চাঁপাইনবাবগঞ্জ বাসী স্বাগত জানিয়েছেন