চাঁপাইনবাবগঞ্জে শিল্পীদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অনিয়ম-দুর্নীতি ও মেয়ে শিল্পীদের কুপ্রস্তাবের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সামনে সর্বস্তরের শিল্পীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি করা হয়।
মানববন্ধনে উল্লেখ করে গত ২৭ আগষ্ট অনলাইন পত্রিকা 'আলোকিত গৌড়' ও 'সরেজমিন বার্তাসহ অনলাইনে প্রচারিত জেলা শিল্পকলা একাডেমির অনিয়ম-দুর্নীতি ও মেয়ে শিল্পীদের কুপ্রস্তাবের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের শিল্পীবৃন্দ।