আব্দুল কাদির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা জোব্দুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
শুক্রবার সকাল ১০টায় শিবগঞ্জ পৌরসভার সেলিমাবাদ কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ওই গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।