চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজে ৩ চাকার টোল আদায় বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্রিজে তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশার টোল আদায় বন্ধ ঘোষণা। বিষয়ট নিশ্চিত করেন চাঁপাই নবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে মহানন্দা ব্রিজে টোলমুক্তর দাবিতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইসকসহ ৩ চাকার চালকরা ব্রিজের দুই পারের সড়ক বন্ধ করে দেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সেনাবাহিনী ও সড়ক জনপথ বিভাগের কর্মকর্তা ও আন্দোলনকারী নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। দুপুর ৩টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে শুধু ৩ চাকার ব্যাটারিচালিত অটোরিকশার টোলমুক্ত ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে সরকারি যে কোনো নির্দেশনা আসলে তা মানতে হবে বলেও জানানো হয়। তবে অন্যান্য যানবাহন পারাপারে টোল আদায় স্বাভাবিক থাকবে বলে জানান। এ ঘোষণাটি আসার পর আন্দোলনকারীরা রাস্তায় অবরোধ তুলে নেন। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ অটোরিকশা চালক সংগঠনের সভাপতি মেজবাউল, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সিএনজি ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মেজবাউল হক ফারুক সহ