গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পুনর্ভবা নদীতে ডুবে আবু হানিফ নামে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর বেগুনবাড়ি এলাকায় পুনর্ভবা নদীতে ডুবে শিশুটি মারা যায়। শিশু হানিফ ঐ গ্রামের দুলাল আলীর ছেলে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, দুপুরে আবু হানিফ সবার অগোচরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুনর্ভবা নদীতে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে স্থানীয়রা নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।