নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে করিম আলি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে এ ঘটনা ঘটে। করিম আলি উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় এক প্রতিবেশী বলেন, সকাল থেকে বাড়িতে বিদ্যুৎতের কাজ করছিলেন করিম। সকাল সাড়ে ১০টার দিকে কারেন্টের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জে জেলার সংশিষ্ট থানা বিষয়টি নিশ্চিত করেছেন।