চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহরাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানে কর্তৃক হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ইমাম ও মুসল্লিরা।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড় হয়ে বিশ্বরোড মোড়ে এসে পথসভায় মিলিত হয়। এতে অংশ নেন বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা।
পথসভায় বক্তব্য দেন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা মুস্তাকিম বিল্লা নিসান, মাওলানা কবির হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আবদুল আজিজ, মাওলানা জাহিদ হাসান, মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ আলেমগণ।