আব্দুল কাদের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আটরশিয়া বাজারে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আট রশিয়া কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) এসএম নুরুল কাদির সৈকত, বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।