চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে হিন্দু ধর্মাবলম্বীদের জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল থেকে কয়েকটি জেলার হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এই পুণ্যস্নানে অংশ নেয়। এছাড়াও নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ এবং কীর্ত্তনসহ ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করে।
জানা গেছে, ঐতিহাসিকভাবে প্রতিবছর এখানে গঙ্গা দশহরা তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিতকায় আজ কানসাট পাগলা নদীর তীরে হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা গঙ্গাআশ্রম ও গুজরঘাটে এসে একত্রিত হয়ে গঙ্গাদেবীর প্রার্থনা করে।
এদিকে এ স্নান অনুষ্ঠানকে ঘিরে কানসাটের পাগলা নদীর তীরে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা। এ মেলায় বসেছে বিভিন্ন প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ ও খাবার দোকান। বসেছে কীর্তনের আসর।