শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিতে কাজ করার সময় রাসেলস ভাইপারের কামড়ে মিলন আলী (৩৮) নামের এক কৃষক হাসপাতালে ভর্তি। জীবীত সাপটিকে বস্তায় ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষক।
সোমবার (৮ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে।
সাপের কামড়ে আহত মিলন পাঁকা ইউনিয়নের বোগলাউরি গ্রামের তফজুল হোসেনের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিলন আলী পরিবার জানান, সোমবার সকাল থেকে পদ্মার চরে জমিতে কাজ করছিলেন। এসময় একটি সাপ তাকে কামড় দেয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পায়। পরে সাপটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষ সুস্থ আছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সায়রা খান জানান, সাপে কাটা রোগী মিলন আলির শারিরিক অবস্থা ভালো আছে। তিনি বলেন সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান। তিনি সেটা না করে সরাসরি হাসপাতালে চলে এসে চিকিৎসা গ্রহন করেছেন বলে জানান।