শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ চর এলাকা আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া বলেন, চরাঞ্চলে অনেক কৃষক চাষাবাদের সঠিক পদ্ধতি না জানার কারণে সবজি ফলাতে পারেন না। ফলে চরাঞ্চলের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া চরাঞ্চলের অনেক কৃষাণী রয়েছেন, যারা পুরুষদের পাশাপাশি নারীরা কৃষি কাজে জড়িত রয়েছে। আশা করি প্রশিক্ষণ নিয়ে চরাঞ্চলের কৃষক-কৃষাণীরা উপকৃত হবেন।
এছাড়াও অনাবদি পতিত জমি আবাদের আওতায় আনয়ন, শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ, উৎপাদন বৃদ্ধিকরণ, শস্য মজুদকরণের সঠিক পদ্ধতিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে উপজেলার চরাঞ্চলের ১০ জন কৃষাণী ও ২০ জন পুরুষ কৃষক অংগ্রহণ করেন।